যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, রয়েছে মাত্র ৩ সপ্তাহের মতোI তাই, যে তিনটি রাজ্য, দুই প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে, সেই ফ্লোরিডা,ওহায়ো ও পেনসিলভানিয়ায় দুটি দলের জোর নির্বাচনী প্রচার শুরু হয়েছেI
অসুস্থতা কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমেই ফ্লোরিডায় নির্বাচনী প্রচার শুরু করেনI তিনি বলেন দুর্নীতি- পরায়ণ রাজনৈতিক দল, যে কোনো মূল্যে ক্ষমতায় পুনরায় ফিরে যেতে এখন মরিয়া, আমরাই তাদের পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছিI
তিনি জো বাইডেনের দোষারোপ করে বলেন, জো বাইডেন আন্তর্জাতিক উগ্রবাদীদের বশবর্তী ,যারা তাঁকে নিয়ন্ত্রণ করছে এবং ডেমোক্র্যাটিক দলকে একটি সমাজতান্ত্রিক, মার্ক্সবাদী এবং বামপন্থী উগ্রবাদী দলে পরিণত করবেI ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউস, তার চিকিৎসক ড: কোনলি'র স্বাস্থ্য-মেমো প্রকাশ করে, যেখানে তিনি জানান, প্রেসিডেন্টের পরীক্ষার ফলাফল দুদিন 'নেগেটিভ' ছিল, তবে কোন কোন দিন তা তিনি উল্লেখ করেন নিI তাঁর চিকিৎসকদের মূল্যায়ন যে, তিনি অন্যান্যদের সংক্রমিত করবেন নাI
ওদিকে জো বাইডেনও অন্য এক নির্ধারণী রাজ্য, ওহায়ো'তে প্রচরণা শুরু করেনI জো বাইডেন বলেন, ইউনিয়ন গাড়ি শ্রমিকেরা দেখেছেন করোনা সঙ্কট, অর্থনৈতিক বিপর্যয় এবং জাতিগত বৈষম্যের সমন্বয়ে টি ঘটতে পারেI তারা আজ প্রস্তুত, তারা জানেন আমাদের পরিবর্তন আনতে হবেI
'রিয়েল ক্লিয়ার পলিটিক্স'র সাম্প্রতিক জরিপে পেনসিলভানিয়ায় জো বাইডেন স্বাচ্ছন্দমূলক ৭ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন, যে রাজ্যটি, নির্বাচনে জয়ী হতে দুটি দলের জন্য সবিশেষ তাৎপর্যপূর্ণI