অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডার প্রধানমন্ত্রী করোনা সঙ্কট মোকাবেলায় আগাম নির্বাচন চাইলেন


করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয় সাংবাদিক সম্মেলনে কানাডা'র ওন্টারিওতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফাইল ছবি, ২২শে জুন, ২০২১- রয়টার্স
করোনা সংক্রমণ প্রতিরোধ বিষয় সাংবাদিক সম্মেলনে কানাডা'র ওন্টারিওতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফাইল ছবি, ২২শে জুন, ২০২১- রয়টার্স

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জনগণের নতুন ম্যান্ডেট নিয়ে মহামারী সঙ্কট থেকে দেশকে রক্ষা করতে ২০শে সেপ্টেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেনI

গত বছর বিরোধীদের সহায়তায় বিশাল আকারের মহামারী সংক্রান্ত সহায়তা বিল এবং অন্যান্য আইনসহ কেন্দ্রীয় বাজেট পাশ করার পরেও২০১৫ থেকে ক্ষমতায় আসীন ট্রুডো পরিতাপ করে বলেন যে সংসদঅকার্যকর হয়ে পড়েছেI

প্রধানমন্ত্রী ট্রুডো রবিবার গভর্নর জেনারেল মেরি সাইমনের সঙ্গে সাক্ষাৎ করে সংসদ ভেঙে দিতে বলেন, যার ফলে এখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে । জনমত জরিপে দেখা যায় যে তার লিবারেল দল আবারো ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা বেশিI

বেশির ভাগ কানাডীয় জনগণ কভিড সংক্রমণের বিরুদ্ধে তার পদক্ষেপকে অনুমোদন করেন, তবে নির্বাচনী প্রচারণার সময় ৪র্থ সংক্রমণের ঢেউ আঘাত হানলেতিনি এই সমর্থন হারাতে পারেন I

(এএফপি)

XS
SM
MD
LG