অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডা যুক্তরাষ্ট্রের জন্য সীমান্ত উন্মুক্ত করলো


কানাডা প্রবেশের পথে অপেক্ষমান গাড়ির বহর, ৯ই অগাস্ট, ২০২১ - এপি
কানাডা প্রবেশের পথে অপেক্ষমান গাড়ির বহর, ৯ই অগাস্ট, ২০২১ - এপি

অ্যামেরিকার টীকা নেয়া নাগরিকদের জন্য ক্যানাডা তাদের স্থল সীমান্ত খুলে দিয়েছে।২০২০ সালের মার্চের পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য প্রথম এই ব্যবস্থা নেয়া হলো।

এই কর্মসূচির আওতায় এখন দরখাস্ত পূরণসহসফরকারীদের অবশ্যই ক্যানাডা অনুমোদিত স্বাস্থ্য দপ্তরের কাছে পুরো ভ্যাকসিন নেয়ার প্রমাণাদি এবং ভ্রমণের ৭২ ঘন্টা আগে নেয়া করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল জমা দিতে হবেI এই দরখাস্তের ফর্ম পাওয়া যাবে স্মার্টফোন অ্যাপের মাধ্যমেI

এসোসিয়েটেড প্রেস জানায়, ক্যানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সী বলছে না, কতজন অ্যামেরিকা থেকে ঢুকবে, তবে যুক্তরাষ্ট্রের একটি সংস্থা, যারা একদিনেই পরীক্ষার ফলাফল দিয়ে থাকে, জানায় যে তাদের কাজ সাম্প্রতিক সপ্তাহগুলিতে ৩গুনের চাইতেও বেশি বৃদ্ধি পেয়েছেI

নিউ ইয়র্ক ও ওয়াশিংটন রাজ্যের বিভিন্ন সীমান্ত ক্রসিং থেকে তোলা ভিডিওতে সোমবার ক্যানাডা প্রবেশের পথে গাড়ির লাইন দেখতে পাওয়া যায় I সীমান্তের উভয় পার্শ্বে চলাচল বৃদ্ধি সেখানকার ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়ক হবে বলে তারা মনে করছেন।

XS
SM
MD
LG