অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আত্মঘাতি গাড়ি বোমায় বিপুল সংখ্যক লোক হতাহত


আফগানিস্তানের দক্ষিণের হেলমান্দ প্রদেশে একটি বিশাল আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ২৯ জন নিহত এবং আরও ৬০ জনের ও বেশি লোক আহত হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন প্রাদেশিক রাজধানী লাশকারগাহ তে নিউ কাবুল ব্যাংকের সামনে সৈন্যরা এবং সরকারী কর্মচারিরা তাদের বেতন তোলার জন্য সমবেত হলে এই বোমা আক্রমণের ঘটনাটি ঘটে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র ওমর জোয়াক ভয়েস অফ আমিরকাকে বলেন আহতদের কারও কারও অবস্থা শোচনীয় । তিনি বলেন এই ঘটনার যারা শিকার হয়েছে তাদের মধ্যে আসামরিক ও সামরিক ব্যক্তিরা রয়েছে।

আফগানিস্তানের রোববার ঈদ উৎসবের ঠিক প্রাক্কালে এই মারাত্মক বোমা আক্রমণ ঘটে।

তালিবান এই ঘটনার দায় স্বীকার করেছে এবং বলেছে যে তারা আফগান বাহিনী এবং গোয়েন্দা কর্মিদের ৮০ জনের ও বেশি লোককে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন টাস্ক ফোর্স সাউথওয়েস্ট এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রজার টার্নার এই হামলার নিন্দে করেছেন। তিনি বলেন যে ঈদুল ফিতর উদযাপনের জন্য এই সব নিরপরাধ লোক যখন তাদের বেতন নেয়ার জন্য দাঁড়িয়েছিল , তখন তাদের উপর এই কাপুরোষিত হামলা চালানো হয়। হেলমান্দ হচ্ছে আফগানিস্তানের বৃহ্ত্তম প্রদেশ যেখানে বেশির ভাগ এলাকা হয় তালিবান দ্বারা নিয়ন্ত্রিত কিংবা প্রভাবিত।

XS
SM
MD
LG