স্পেনের ক্যাটালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট, সোমবারের চুড়ান্ত সময়সীমার জবাব দিয়েছেন। তবে তিনি এটা সুস্পষ্ট করতে ব্যর্থ হন যে মাদ্রিদ থেকে ওই অঞ্চলকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা তিনি অব্যাহত রাখবেন কিনা। তাতে এই ইঙ্গিত পাওয়া যায় যে বিভাজনের সঙ্কট কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে।
স্প্যানিশ সরকার ক্যাটালনের নেতা কার্লেস পুজডেমনকে সোমবার পর্যন্ত সময় দিয়েছিলো হ্যা বা না উত্তর দেওয়ার জন্য।
পুজডেমন স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়কে লেখা এক চিঠিতে বলেছেন বিচ্ছিন্নতাবাদীরা, স্বাধীনতা অর্জনের লক্ষ্যে কোন পদক্ষেপ নেওয়া দু মাস পর্যন্ত স্থগিত রাখবে। তিনি লেখেন “ আগামী দুমাস আমাদের প্রধান লক্ষ্য হবে আপনাকে সংলাপে সংশ্লিষ্ট করা।”