পুলিশ সূত্রে বলা হয়, সংযুক্ত স্পেনের সমর্থনে লক্ষ লক্ষ মানুষ রবিবার বারসিলোনায় সমাবেশ করছে।
ক্যাটালোনিয়ার রাজধানীতে সংযুক্ত স্পেনের সমর্থকরা ওই সমাবেশ করছে। স্পেনের সরকার, ক্যাটালোনিয়ার মন্ত্রী পরিষদ ভেঙ্গে দেওয়ার এবং ক্যাটালোনিয়ার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে যে দমন অভিযান চালাচ্ছ, বিক্ষোভকারীরা তা সমর্থন করে।
স্পেন যে এখন ক্যাটালোনিয়া পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, তার বিরুদ্ধে, ক্ষমতাচ্যুত ক্যাটালন নেতা কারলেস পুজডিমন্ট, শান্তিপূর্ণ ভাবে গণতান্ত্রিক বিরোধিতার আহ্বান জানান। ওই অঞ্চলের একসময় ব্যাপক স্বশাসনের অধিকার ছিল।
শুক্রবার স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পক্ষে ক্যাটালনিয়ার সংসদ ভোট দেওয়ার কয়েক ঘন্টা পরেই স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়, ক্যাটালনিয়ার সংসদ ভেঙ্গে দেন। রাহয় ২১ ডিসেম্বর ক্যাটালনে অগ্রীম নির্বাচনের কথা ঘোষণা করেছেন।