অ্যাকসেসিবিলিটি লিংক

ক্যাটালোনিয়ায় অনুষ্ঠিত স্বাধীনতা গণভোটের পর, ইউরোপীয় ইউনিয়ন সংলাপ শুরু করার আহ্বান জানায়


Spain Catalonia
Spain Catalonia

ইউরোপীয় ইউনিয়ন কমিশন বলেছে ক্যাটালোনিয়ায় রবিবার অনুষ্ঠিত স্বাধীনতা গণভোট বৈধ ছিল না কিন্তু তারা স্পেনের সরকারের প্রতি সংলাপ শুরু করার আহ্বান জানায়।

২৮ সদস্যের ইউরোপীয় ইউনিয়ন কমিশনের এক মুখপাত্র সোমবার বলেছেন সহিংসতা কখনই রাজনীতির একটা হাতিয়ার হতে পারে না।

এক টুইটার বার্তায় কমিশন বলেছে ঐক্য ও স্থিতিশীলতার সময় এখন, বিভাজনের সময় নয়।

ক্যাটালোনিয়ায় কর্মকর্তারা বলেছেন পুলিশ যখন সেখানকার বাসিন্দাদের ভোট দিতে বাধা দেয়, প্রায় ৯০০ মানুষ আহত হয়। আঞ্চলিক সংসদ যখন ভোট গ্রহণের পক্ষে আইন পাশ করে,

স্পেনের সাংবিধানিক আদালত সেই আইন খারিজ করে কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়।

XS
SM
MD
LG