অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনের সরকার ক্যাটালোনিয়ার গণভোটকে “প্রহসন” বলে আখ্যায়িত করেছেন


A woman with an ''estelada'' or Catalonia independence flag places a carnation on a vehicle belonging to police officers from Mossos d'Esquadra in Barcelona, Spain, Sept. 24, 2017.
A woman with an ''estelada'' or Catalonia independence flag places a carnation on a vehicle belonging to police officers from Mossos d'Esquadra in Barcelona, Spain, Sept. 24, 2017.

রবিবার ক্যাটালোনিয়ায় স্বাধীনতা বিষয়ে গণভোট বন্ধ করতে চায় স্পেন। সরকার গণভোটকে “প্রহসন” বলে আখ্যায়িত করেছেন।

ক্যাটালোনিয়ায় মাদ্রিদের প্রতিনিধি এনরিক মিও বলেছেন ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট চার্লস পুজডিমন্ট ও তার টিম, আজ যা হয়েছে তার জন্য পুরোপুরি দায়ী এবং তারা যদি এই প্রহসন বন্ধ না করেন তা হলে আরও যা ঘটবে তার জন্য দায়ী থাকবেন।

রবিবার পুলিশ ক্যাটালোনিয়ায় হাতুরি দিয়ে একটি ভোট কেন্দ্রের সামনের দরজা ভেঙ্গে ফেলে। সেখানে আঞ্চলিক নেতা, নিষিদ্ধ ঘোষিত স্বাধীনতা গণভোটে ভোট দেবেনবলে অনুমানকরা হয়েছিলো।

ক্যাটালোনিয়ার গিরোনা শহরের কাছে স্যান্ট জুলিয়া ডি রামিসে ভোটকেন্দ্রের বাইরে পুলিশ ও ভোটারদের মধ্যে সংঘর্ষ হয়।

XS
SM
MD
LG