অ্যাকসেসিবিলিটি লিংক

স্পেনের সুপ্রিম কোর্ট ৯জন সাবেক ক্যাটাল্যান বিচ্ছিন্নতাবাদীকে কারাদন্ড দিয়েছে


People wearing yellow ribbons in support of jailed pro-independence politicians and carrying Estelada pro-independence flags protest in Barcelona, Spain, Oct. 14, 2019.
People wearing yellow ribbons in support of jailed pro-independence politicians and carrying Estelada pro-independence flags protest in Barcelona, Spain, Oct. 14, 2019.

২০১৭ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণার প্রচেষ্টার জন্য স্পেনের সুপ্রিম কোর্ট সোমবার ৯জন সাবেক ক্যাটাল্যান বিচ্ছিন্নতাবাদী নেতাকে ৯ থেকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছে।

রাষ্ট্রদ্রোহীতা এবং সরকারি অর্থের অপব্যবহারের জন্য সাবেক আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ওরিওল ইউনকেরাস সবচাইতে বেশী মেয়াদে ১৩ বছরের কারাদন্ড পান।

অন্যান্য তিন আসামীকে আদালত আইন অমান্য করার জন্য দোষী সাব্যস্ত করে। তাদেরকে কারাদন্ড দেওয়া হয়নি।

তবে আদালত সবচাইতে গুরুতর “বিদ্রোহ” অভিযোগ থেকে সকল আসামীকে মুক্তি দিয়েছে।

XS
SM
MD
LG