অ্যাকসেসিবিলিটি লিংক

বস্টন বিস্ফোরণের সঙ্গে ককেশাস বিদ্রোহীদের সম্পৃক্ততা অস্বীকার


একজন শীর্ষ চেচেন জঙ্গি প্রতিষ্ঠিত এবং ইসলামি আন্দোলন ব্যবহৃত , জিহাদিদের একটি ওয়েবসাইটে , বস্টন ম্যারাথন বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করা হয়েছে। ঐ বিবৃতিতে বলা হয় যে ককেশীয় মুজাহিদরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়ছে না । তারা বলছে যে তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে , যারা কেবল মাত্র ককেশাস দখলের জন্যে দায়ী নয় , মুসলমানদের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধের জন্যেও দায়ি। ঐ বিবৃতিতে সই করেন দাগেস্তান আমিরাত প্রদেশের মুজাহিদিন কমান্ড ।

যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা একজন সন্দেহভাজন বোমাবাজের চেচনিয়া ও দাগেস্তান সফরের বিষয়টি পর্যালোচনা করে দেখছেন । দু জায়গাতেই জঙ্গি বিচ্ছিন্নতাবাদীরা খুব সক্রিয়। সফরের রেকর্ডে দেখা যাচ্ছে যে ২৬ বছর বয়সী Tamerlan Tsarnaev , যে শুক্রবার পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয় , সে ২০১২ সালে ছয় মাস দাগেস্তানে ছিল।
XS
SM
MD
LG