অ্যাকসেসিবিলিটি লিংক

গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যকার অস্ত্রবিরতি


মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবরে আনা গেছে যে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার অস্ত্র বিরতি বহাল ছিল তবে উভয় পক্ষ থেকে কড়া বাক্য বিনিময়ে এ রকম আভাস পাওয়া যাচ্ছে যে এই সংঘাত যে কোন সময়ে আবার নতুন করে চাড়া দিতে পারে।

২০১৪ সালের যুদ্ধের পর গাজায় এই সব চেয়ে মারাত্মক লড়া্ইয়ের পর মিশর এই অস্ত্রবিরতিতে মধ্যস্থতা করে। সাতজন ফিলিস্তিনি , যাদের অনেকেই জঙ্গি ছিল এই লড়াইয়ে নিহত হয় এবং ২৪ জনের ও বেশি লোক আহত হয়।

হামাসের সঙ্গে বন্দুক লড়াইয়ে একজন ইসরাইলি সৈন্যও নিহত হয়। ফিলিস্তিনি রকেট আক্রমণে একজন ইসরাইলি অসামরিক নাগরিক নিহত এবং তিরিশ জনেরও বেশি আহত হয়েছে। ইসরাইল বলছে যে গাজা থেকে ইসরাইলে ৪০০ ‘র ও বেশি রকেট নিক্ষেপ করা হয় যার মধ্যে ১০০ টি রকেটকে ইসরাইলিরা বাধা দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরাইল বিমান হামলায় হামাসের গোয়েন্দা সদর দপ্তর এবং টেলিভিশন কেন্দ্রসহ প্রধান ভবনগুলো বিধ্বস্ত করে।

XS
SM
MD
LG