অ্যাকসেসিবিলিটি লিংক

সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার' চালু করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার


দাদাসাহেব ফালকের মতোই 'সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার' চালু করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের ঘোষণার পরই প্রশ্ন উঠছে, বাংলার ভোটের দিকে তাকিয়ে কী সিদ্ধান্ত? এ নিয়ে কোনও মন্তব্য চাইলেন না সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়। তাঁর কথায়, 'ভালোই লাগছে। আমরা খুশি।'


কলকাতার এক বেসরকারি গণমাধ্যমকে সন্দীপ রায় বলেন,'খুব ভালো লাগছে। আমরা সকলেই খুশি।' আরও আগে কি হতে পারত? সত্যজিৎ পুত্রের কথায়,'এটাই সঠিক সময়। বাবার ১০০তম জন্ম জয়ন্তীর বছরে ঘোষিত হল। ভালোই লাগছে।' অভিনেতা সাবিত্রী চ্যাটার্জি বলেন,'ভালো লাগছে। এর চেয়ে আনন্দের কী আছে!'

সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেতা চিরঞ্জিতের। তিনি মনে করেন,'ভোটের আগে ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে সময়টা বিবেচনা করতে হবে। বাঙালি আবেগ উস্কে দিতে চাইছে।'

XS
SM
MD
LG