অ্যাকসেসিবিলিটি লিংক

কোভিড রোগীদের ভর্তিতে বিলম্ব এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার


কোভিড রোগীদের ভর্তিতে বিলম্ব এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে সংশোধিত নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে সাফ বলা হয়েছে, হাসপাতালের দ্বারস্থ হওয়া কোনও রোগীকে ফেরানো যাবে না। যদি কোনও রোগীর কাছে কোভিডের রিপোর্ট নাও থাকে, সেক্ষেত্রেও তাকে ভর্তি নিতে হবে হাসপাতালে। সব হাসপাতালকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে সন্দেহজনক রোগীদের আলাদা ওয়ার্ডে রেখে চিকিৎসার জন্য সেই ধরণের ওয়ার্ডের সংখ্যা বাড়াতে বলা হয়েছে।পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, এক শহরের রোগী অন্য শহরে গিয়ে ভর্তি হতে চাইলেও ফেরানো যাবে না রোগীকে। সঙ্গে বিভিন্ন রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে, প্রয়োজনে সংশ্লিষ্ট রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে কোভিডের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে।

কোভিড রোগীদের ভর্তিতে বিলম্ব এড়াতে নতুন পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার
please wait

No media source currently available

0:00 0:00:55 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG