চ্যাড কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে কৃষক এবং রাখালদের মধ্যে সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন। আরো ১৮ জন আহত হন।
সংবাদ সংস্থা এএফপিকে হাজার-লামিস প্রদেশের গর্ভনর আমিনা কোডজিয়ানা জানান, দুই সম্প্রদাযের মধ্যে জমি নিয়ে বিরোধের কারণে এই সংঘাতের সূত্রপাত হয়, যাদের এক পক্ষ জমিতে যেতে চায় এবং অন্য পক্ষ তাদের বাধা দেয়।
তিনি বলেন, রাজধানী অ্যানজামিনা থেকে ২০০ কিলোমিটার পূর্বে জোহানা গ্রামে গত শনিবার যে দ্বন্দ্বের শুরু হয়, তা বৌলালা ও আরব যাযাবরদের মুখোমুখি দাঁড় করিয়েছে।
সরকারের মুখপাত্র আব্দ্রামানে কৌলামাল্লাহ বলেছেন, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনা মোতায়ন করা হয়েছে।
(এএফপি)