অ্যাকসেসিবিলিটি লিংক

অন্ধ্রপ্রদেশে সিবিআইয়ের প্রবেশাধিকার তুলে নেওয়া হলো


Chandrababu Naidu
Chandrababu Naidu

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আজ অতর্কিতে তাঁর রাজ্যে কোনও তদন্তের জন্য সিবিআই-এর ঢোকার অনুমতি প্রত্যাহার করে নিয়েছেন।

রাজ্যের তরফে চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রে মোদী সরকার সিবিআইকে রাজনৈতিক স্বার্থে ও বিরোধীদের বিপাকে ফেলতে ব্যবহার করছে। ফলে কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা জনগণের আস্থা হারিয়েছে। এই অবস্থায় অন্ধ্রপ্রদেশে কোনও বিষয়ে তদন্তের জন্য সিবিআইয়ের প্রবেশাধিকার তুলে নেওয়া হলো। তার মানে, তদন্ত দূরে থাক, এখন থেকে সিবিআইকে অন্ধ্রে ঢুকতে হলেও আগাম অনুমতি লাগবে। চন্দ্রবাবু ইদানিং কালে মোদী বিরোধী শক্তিগুলিকে একত্রিত করার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছেন। আগামী সাধারণ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মহাজোট গঠন নিয়ে সব বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁর আজকের এই নির্দেশও কার্যত মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের নামান্তর। এবং সঙ্গে সঙ্গে তাঁকে সমর্থন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রতিটি রাজ্যেরই উচিত অন্ধ্রের পথে চলা। বিজেপি সরকারের হুকুম তামিল করে সিবিআই। উল্লেখ্য, কিছু তৃণমূল মন্ত্রী ও নেতার নামে দুর্ণীতির অভিযোগ নিয়ে এখন সিবিআই তদন্ত চলছে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, পুণে

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG