অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশ, শার্লট শহরে গুলি চালনার ঘটনার দুটো ভিডিও প্রকাশ করেছে


Joy, a Charlotte native with medical training, provides care to a protester who became severely dehydrated after marching for over three hours, in Charlotte, North Carolina, Sept. 24, 2016.
Joy, a Charlotte native with medical training, provides care to a protester who became severely dehydrated after marching for over three hours, in Charlotte, North Carolina, Sept. 24, 2016.

নর্থ ক্যারোলাইনার শার্লটে পুলিশ শনিবার যে ভিডিও প্রকাশ করেছে তাতে পুলিশ ও কিথ লামন্ট স্কট এর মধ্যে মারাত্মক সংঘর্ষ দেখা যায়। তেতাল্লিশ বছর বয়স্ক স্কট যিনি কৃষ্ণাঙ্গ তাকে মঙ্গলবার পুলিশ গুলি করে হত্যা করে। তার ফলে নর্থ ক্যারোলাইনার সব চাইতে বড় শহরে সহিংসতা শুরু হয়।

কয়েকদিন ধরে প্রতিবাদকারীরা দাবি জানাচ্ছিলো যেন পুলিশ ওই ভিডিও প্রকাশ করে। গায়ে লাগানো ক্যামেরা এবং গাড়িতে রাখা ক্যামেরা, দুটোর ভিডিওই শনিবার প্রকাশ করা হয়।

একটি ভিডিওতে দেখা যায় স্কট গাড়ি থেকে বের হয়ে বাম দিকে ঘুরে দাড়ান। প্রায় ৩ সেকেন্ডের মত সময় তিনি দাড়িয়ে ছিলেন। তারপরই তাকে গুলি করা হয় এবং তিনি মাটিতে পড়ে যান।

দ্বিতীয় ভিডিওতে স্কটকে মাটিতে পড়ে যাওয়ার আগে দেখা যায় না। এই ভিডিওটি তে অডিওর প্রথম ২৩ সেকেন্ড মুছে দেওয়া হয়েছে। গুলি চালনার প্রতিবাদে, বিক্ষোভের পঞ্চম দিনে এবং ভিডিও প্রকাশের পর পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল।

ওই ঘটনার বিষয়ে প্রধান প্রশ্নটি—স্কটের হাতে বন্দুক ছিল কিনা যখন পুলিশ তাকে গাড়ি থেকে নামার নির্দেশ দেয়, দুটি ভিডিও প্রকাশের পরও তার কোন উত্তর পাওয়া যায়নি।

XS
SM
MD
LG