বাংলাদেশের একটি উচ্চ আদালত ক্ষতিকর রাসায়নিকের প্রয়োগ ঠেকাতে আগামী সাত দিনের মধ্যে রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় আম বাগানগুলোতে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে।
পাশাপাশি ফলের বাজার ও আড়তগুলোতে আমসহ অন্যান্য ফলে রাসায়নিক মেশানো হচ্ছে কিনা তা নজরদারি করতে জেলা প্রশাসন, পুলিশ ও র্যাবের সমন্বয়ে টিম গঠনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সুপ্রিমে কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ। আসন্ন আমের মৌসুমকে সামনে রেখে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট বিএসটিআই এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব এর মহাপরিচালককে এ সকল আদেশ বাস্তবায়ন করে ৩০ দিনের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দিয়েছে।