বৃটিশ প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরুন বলেন, সিরিয় সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে যে রাসায়নিক অস্ত্র ব্যাবহার করেছে তার যথেষ্ঠ প্রমান পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের গয়েন্দা সংস্থার রিপোর্টেরও একই কথা বলা হয়েছে।
প্রধান মন্ত্রী ক্যামেরুন শুক্রবার বলেন, সবশেষ পরিস্থিতি খুবই মারাত্মক এবং এটা যুদ্ধ অপরাধ।
হোয়াইট হাউজ বৃহসপতিবার জানিয়েছে, যে যুক্তরাষ্টের গোয়েন্দা সংস্থার বিশ্বাস বিদ্রোহীদের বিরুদ্ধে সিরিয়া স্বল্প মাত্রায় রাসায়নিক সারিন গ্যাস ব্যবহার করেছে।
ওদিকে রাজধানী দামেষ্কে শুক্রবার লড়াই ছড়িয়ে পরে। সিরিয়ান অবজার্ভেটরী ফর হুমায়ুন রাইটস বলছে, সরকার বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে দামেষ্কের উত্তরাঞ্চলের বার্জেহ এলাকায় মারাত্মক লড়াই হয়েছে।
যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র যাতে সামরিক হস্থক্ষেপ করে তার পক্ষে সচ্চার হন। ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় সংঘাতে শুরু হয় এবং এ পর্যন্ত অন্তত ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।