মিয়ানমার থেকে প্রান বাঁচাতে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে। মিয়ানমার সেনা বাহিনীর নির্যাতনের শিকার ঐ রোহিঙ্গা মুসলমানদের অবস্থাকে জাতিসংঘ থেকে বলা হচ্ছে জাতিগত নিধন। বাংলাদেশে সাময়িকভাবে অমানবিক অবস্থায় বসবাস করছে সম্প্রতি আসা ৫ লক্ষাধিক রোহিঙ্গা শরনার্থী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বসবাস করছে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। বর্তমান অবস্থা সম্পর্কে তাদের বক্তব্য ও অবস্থান নিয়ে কেন ফারাবাহ’র রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।