অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ষণের শিকার ১০ বছরের শিশুর গর্ভপাতের আবেদন খারিজ


ভারতে সুপ্রিম কোর্ট ধর্ষণের শিকার ১০ বছর বয়সী এক শিশুর গর্ভপাতের আবেদন খারিজ করে দিয়েছে। চিকিৎসকদের উপদেশ অনুসারে অন্তঃসত্ত্বা ঐ শিশুর গর্ভপাতের কারণে প্রাণহানি হতে পারে বলে ঐ ঝুঁকি কারণে আদালত শুক্রবার আবেদনটি খারিজ করে দেয়।

ধর্ষিতার মা-বাবা মেয়ের আদালতের কাছে গর্ভপাতের অনুমতি প্রার্থনা করেন। কিন্তু ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বার কারণে নিম্ন আদালতও এর আগে গর্ভপাতের আবেদন একই কারণে খারিজ করে দিয়ে ছিল।

শিশুটি জানিয়েছে যে তার চাচা সাত মাস ধরে তাকে ধর্ষণ করে আসছিল এবং ঐ ব্যক্তিকে আটক করা হয়েছে । মাত্র দু’সপ্তাহ আগে তার গর্ভবতী হওয়ার খবর প্রাকাশ পায়।

XS
SM
MD
LG