অ্যাকসেসিবিলিটি লিংক

ল্যটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে


কর্তৃপক্ষ বলছে ল্যটিন আমেরিকার দেশগুলোর মধ্যে চিলিতে একদিনে সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল বুধবার যখন সেখানে একদিনেই ৮৭ জন মারা যায়। আর করোনাভাইরাসের এই ব্যাপকতা দেশের স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে সমস্যায় ফেলেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ চতুর্থ সপ্তার মতো স্যান্টিয়াগোতে কোয়ারান্টিনের মেয়াদ বাড়িয়েছে। চিলিতে এ পরযন্ত মোট এক লক্ষ তেরো হাজার লোক কভিড ১৯ এ সংক্রমিত হয়েছে , মারা গেছে ১২০০ ‘র ও বেশি লোক।

চিলি, ব্রাজিল , কলম্বিয়া, পেরু, মেক্সিকো ,হেইতি , আর্জেন্টিনা এবং বলিভিয়া নিয়েই এই ল্যাটিন আমেরিকা।আর এখানেই এখন সর্বোচ্চ সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ড মাইকেল রায়ান এ সপ্তার গোড়ার দিকেই সংবাদদাতাদের বলেছিলেন ,মধ্য ও দক্ষিণ আমেরিকায় এখন সব চেয়ে বেশি করে করোনাভাইরাসের সংক্রমণ ঘটছে। রায়ান বলেন তিনি মনে করেন না অঞ্চলটি এখনও সংক্রমণের সর্বোচ্চ স্থানে পৌছেছে আর এ বিষয়ে তিনি কোন পূর্বাভাসও দিতে পারছেন না। তিনি ঐ অঞ্চলের লোকজনের জন্য সহযোগিতা ও আন্তর্জাতিক একতার ডাক দিয়েছেন।

XS
SM
MD
LG