অ্যাকসেসিবিলিটি লিংক

চীন উইঘুর সক্রিয়বাদীদের আত্মীয়স্বজনকে সন্ত্রাসের দায়ে অভিযুক্ত করছে 


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, চীন, উইঘুর সক্রিয়বাদীদের আত্মীয়স্বজনকে সন্ত্রাসের দায়ে অভিযুক্ত করে থাকে এবং সেই সঙ্গে, শিনজিয়াং প্রদেশের মুসলমান সংখ্যালঘুদের দুর্দশার কথা যারা ব্যক্ত করে, তাদের ভয়ভীতি প্রদর্শন করেI

সম্প্রতি চীনের কর্মকর্তারা উইঘুরস-আমেরিকান সক্রিয়বাদী রুশান আব্বাসের বোন গুলশান আব্বাসকে শিনজিয়াং প্রদেশে সন্ত্রাসের অভিযোগ এনে, ২০ বছরের কারাদণ্ড দিয়েছেI ইন্টারন্যাশনাল ফ্রিডম কমিশনের কমিশনার নূরী তুর্কেল বলেন, চীন সরকার বিদেশে বসবাসরত সক্রিয়বাদীদের স্তব্ধ করে দিতে, চীনে তাদের আত্মীয়স্বজনকে ব্যবহার করছেI

নূরী তুর্কেল ভয়েস অব আমেরিকাকে জানান, বিদেশে বসবাসরত উইঘুর জনগোষ্ঠী, তাদের নিজস্ব নিরাপত্তা তথা শিনজিয়াংয়ে তাদের আত্মীয়স্বজনের নিরাপত্তা কথা ভেবে এখন উদ্বিগ্নI

XS
SM
MD
LG