চীনের কর্তৃপক্ষ দেশটির একজন সাবেক সরকারী কর্মকর্তার বিরুদ্ধে একজন পেশাদার টেনিস তারকার আনা যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে অনলাইনে হওয়া সব আলোচনা বন্ধ করে দিয়েছে, যা থেকে বোঝা যায় দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এই ধরনের অভিযোগের বিষয়ে ঠিক কতটা সংবেদনশীল।
দ্রুত অদৃশ্য হয়ে যাওয়া একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে পেং শুয়াই লিখেছিলেন, সাবেক ভাইস প্রিমিয়ার এবং পার্টির সর্বক্ষমতার অধিকারী পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ঝাং গাওলি তিন বছর আগে টেনিসের একটি রাউন্ডের পর বারবার প্রত্যাখান করা সত্ত্বেও তাকে যৌন কাজে লিপ্ত হতে বাধ্য করেছিলেন। ঐ পোস্টে তিনি আরও বলেন যে, তারা সাত বছর আগে একবার সেক্স করেন এবং তারপরে গাওলি'র প্রতি তার অনুভূতি ছিল।
পেং শুয়াই একজন সাবেক শীর্ষস্থানীয় টেনিস খেলোয়াড়। তিনি ২০১৩ সালে উইম্বলডনে গ্র্যান্ড স্ল্যাম এবং ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনসহ ২৩টি ট্যুর-লেভেল ডাবলস শিরোপা জিতেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস তার পোস্টের সত্যতা যাচাই করতে পারেনি। চীনের একটি শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে গত মঙ্গলবার গভীর রাতে পেং শুয়াই এর ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ঐ পোস্টটি করা হয়েছিল।
পোস্টটি খুব দ্রুত সরিয়ে ফেলা হয় এবং পেং এর অ্যাকাউন্টের জন্য Weibo তে সার্চ করলে কোন ফলাফল দেখায় না। এ বিষয়ে মন্তব্যের জন্য পেং বা ঝাং- কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি।