অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রশ্নে চীন মিয়ানমারের পক্ষে তাদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছে


মিয়ানমারের রাখাইনের অত্যাচার-নির্যাতন বন্ধ করা এবং রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ চীনের সমর্থন পাবে, ঢাকার পক্ষ থেকে এমন আশাবাদ ব্যক্ত করা এবং কূটনৈতিক তৎপরতা চালানো হলেও চীন পুনরায় মিয়ানমারের পক্ষে তাদের সর্বাত্মক সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। চীনের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে যে, তারা অন্য দেশগুলোর মতো রোহিঙ্গাদের বিরুদ্ধে চলা জাতিগত নিধন অভিযানের নিন্দা জানাবে না। চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক ভাইস মিনিস্টার উও ইয়াঝু বেইজিংয়ে শনিবার সাংবাদিকদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার অবস্থানের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে।

উল্লেখ্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ১৮ অক্টোবর চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে রয়েছে -এমন ধারণা সঠিক নয়; বরং ওই দুই দেশ বাংলাদেশের পক্ষে আছে বলে দাবি করেছিলেন। ঢাকা অবশ্য চীনের সবশেষ অবস্থানের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চীনের অবস্থান বিষয়ক প্রতিক্রিয়া ঠিক এমন সময় ব্যক্ত করা হলো - যখন কিনা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাচ্ছেন রোহিঙ্গা সমস্যা সমাধানের লক্ষ্যে। এছাড়া জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৩ অক্টোবরই জেনেভায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্য-সহায়তার প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে বৈঠকের আয়োজন করেছে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG