অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা আদালত, বো শিলাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে


চীনে এক আদালত, সাবেক শীর্ষ রাজনীতিক বো শিলাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। তার আগে আদালত তাকে ঘুষ নেওয়া, অর্থ তসরুফ এবং ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত করে।

রবিবার জিনান পিপল্স কোর্ট ওই রায় ঘোষণা করেন।

বো আপিল করতে পারেন। চীনের আইন অনুসারে এক দশকের একটু বেশি সময়ের পরে তিনি শর্তাধীন মুক্তি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবেন।

কিন্তু আদালত চিরদিনের জন্য তার রাজনৈতিক অধিকার খারিজ করে দেয়। কার্যত, তার একসময়ের সম্ভাবনাময় রাজনৈতিক পেশার অবসান ঘটলো। আদালত একই সঙ্গে তাঁর ব্যক্তিগত সব সম্পদ যার পরিমান প্রায় ৩০ লক্ষ ডলার, জব্দ করারও নির্দেশ দেয়।
XS
SM
MD
LG