চীন সরকার দূর্ণীতির বিরুদ্ধে লড়বে বলে প্রত্যয় ব্যক্ত করেছে – পরিবেশ উন্নয়নের লক্ষে , অর্থনীতির অগ্রগতির জন্যে জোর পদক্ষেপ নেওয়া হবে বলে অঙ্গিকার দিয়েছে মঙ্গলবার শুরূ বাত্সরিক সংসদিয় অধিবেশনে । সারা দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন ১৩ দিনের এ সংসদিয় অধিবেশনে । বেজিংয়ে জাতিয় পিপলস কংগ্রেসের এ সংসদিয় অধিবেশন চীনের ‘দশকে একবার নেতৃত্ব বদল’ পর্ব চুড়ান্ত করবে । বিদায়ি প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শেষবারের মতো তাঁর সরকারী কর্মকান্ড-রিপোর্ট পেশ করেন উদ্বোধনী অধিবেশনে । বলেন –অসম অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আয় বৈষম্যের মধ্যেকার ফারাক শোধরানোর দুরুহ কাজটি রয়েছে এখন দেশের সামনে ।
বহূলাংশেই আলংকারিক এ সংসদের এ অধিবেশন চলাকালে চীনের কমিউনিস্ট পার্টীর প্রধাণ শি জিংপিং আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন হু যিন্তাওয়ের কাছ থেকে – আর প্রধাণমন্ত্রীর দায়িত্ব মি:ওয়েনের কাছ থেকে চলে যাবে লি কেচিংয়ের হাতে ।
বহূলাংশেই আলংকারিক এ সংসদের এ অধিবেশন চলাকালে চীনের কমিউনিস্ট পার্টীর প্রধাণ শি জিংপিং আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন হু যিন্তাওয়ের কাছ থেকে – আর প্রধাণমন্ত্রীর দায়িত্ব মি:ওয়েনের কাছ থেকে চলে যাবে লি কেচিংয়ের হাতে ।