বিশিষ্ট চীনা মতবিরোধী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লিউ শিয়াবোকে কারাগার থেকে চিকিৎসার কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
তার আইনজীবী বলেছেন গত মাসে লিউর যকৃতের ক্যানসার হয়েছে। উত্তর পুর্বাঞ্চলের শেনইয়াং শহরের একটি হাসপাতালে লিউর চিকিৎসা হচ্ছে।
লিউর বয়স ৬১। ২০০৯ সালে, চীনে গণতন্ত্র প্রবর্তনের পক্ষে কথা বলার জন্য, লিউকে ১১ বছরের কারাদন্ড দেওয়া হয়।
চীনে মৌলিক মানবাধিকার অর্জনের লক্ষ্যে দীর্ঘ দিন ধরে লিউর অহিংস সংগ্রামের জন্য, ২০১০ সালে, নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি লিউকে শান্তি পুরস্কার দেয়।