অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে ভূমিকম্প: নিহত ৩৫৭


চীনা কর্মকর্তারা বলছেন, সে দেশের দক্ষিণ পশ্চিমের পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত এলাকায় এক ভূমিকম্পে অন্তত ৩৫৭ জন মারা গেছে এবং হাজার হাজার বাড়িঘর ধ্বসে পড়েছে।

তারা বলেছেন রোববারের ভূমিকম্পে ১৪০০রও বেশি মানুষ আহত হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল উনান প্রদেশে। সরকারি শিনহুয়া বার্তা সংস্থা বলছে, এই ভূমিকম্পে ১২ হাজার বাড়ি ধ্বসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০ হাজার ভবন। শিনহুয়া আরো জানিয়েছে, সরকার দুর্গত এলাকায়, হাজার হাজার তাবু, বিছানা , কম্বল এবং কোট পাঠাচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক বিভাগ থেকে বলা হয় ভুমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। চীনা কর্তৃপক্ষ বলেছে মাত্রা ছিল আরও বেশি।

চীনা সরকারি সম্প্রচারকেন্দ্র সিসিটিভি থেকে বলা হয় গত ১৪ বছরে উনান প্রদেশে এত প্রচন্ড ভূমিকম্প আর হয়নি।

XS
SM
MD
LG