অ্যাকসেসিবিলিটি লিংক

মোদীর সঙ্গে শি জিনপিং বৈঠক করলেন তাঁর পূর্বপুরুষদের শহর শিয়ানে


চীন ও ভারতের মধ্যে অব্যাহত কুটনৈতিক সম্পর্ককে আরো গভীর ও শক্তিশালি করার লক্ষ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার পূর্ব পুরুষদের শহর শিয়ানে বৈঠক করছেন ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্রো মোদীর সঙ্গে।

শানশি প্রদেশের রাজধানী শিয়ানে দীর্ঘ সময় ধরে সীমান্ত সমস্যা নিয়ে কলহরত এশিয়ার দুই বৃহৎ পরাশক্তির প্রধানের এই বৈঠককে গৃরৃত্বপূর্ন হিসাবে দেখছেন সকলেই। এইপ্রথম প্রেসিডেন্ট শি কোনো বিদেশী রাষ্ট্রনেতাকে তার নিজের শহরে আমন্ত্রণ জানালেন।

কয়েক মাস আগে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রো মোদীও নিজ শহর আহমেদাবাদে আমন্ত্রণ জানিয়েছিলেন শি জিনপিনকে।

দুই নেতা দুই দেশের বানিজ্য সম্প্রসারণ ও সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করেন। চীনা গনমাধ্ররমে বলা হয় এই সফরে ১ হাজার কোটি ডলারের অর্থসৈতিক চুক্তি হতে পারে।

XS
SM
MD
LG