অ্যাকসেসিবিলিটি লিংক

রাস্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে


চীনের রাস্ট্রীয় গোপন তথ্য ফাঁস করার অভিযোগে দেশের এক বিশিষ্ট সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার শিংহুয়া সংবাদ সংস্থা জানায় গোপন সরকারী তথ্য বিদেশী গনমাধ্যমে পাঠানোর সন্দেহে ২৪শে এপ্রিল সাংবাদিক গাও ইয়ু’কে গ্রেফতার করে পুলিশ। ৭০ বছর বয়সী এই সাংবাদিক রাষ্ট্রীয় টেলিভিশনে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, তিনি যা করেছিলেন তা ভীষণ ভুল ছিল।

একোনমিকস উইকলি’র উপ সম্পাদক গাও ইয়ু’কে ১৯৯৩ সালে একই অভিযোগের কারনে তার জেল খাটতে হয়েছিল। ১৯৮৯ সালে চীনের তিয়ানমেন স্কোয়ারের গণতান্ত্রিক আন্দোলনের একজন শক্ত সমর্থক ছিলেন তিনি। ঐ আন্দোলনের সময় পুলিশী হামলায় কয়েকশ, মতান্তরে কয়েক হাজার মানুষ নিহত হন।
XS
SM
MD
LG