অ্যাকসেসিবিলিটি লিংক

চীন এই প্রথম মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশ যান পাঠালো


中国在海南文昌航天发射场发射搭载火星探测器天问1号的长征5号火箭。(2020年7月23日)
中国在海南文昌航天发射场发射搭载火星探测器天问1号的长征5号火箭。(2020年7月23日)

মানুষবিহীন চীনের একটি মহাকাশযান আজ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে এক বছরের যাত্রায় রওয়ানা হয়েছে। এটি হচ্ছে এ পযন্ত চীনের সব চেয়ে উচ্চাকাঙ্খি মহাকাশ মিশন।

মানুষবিহীন চীনের একটি মহাকাশযান আজ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে এক বছরের যাত্রায় রওয়ানা হয়েছে। এটি হচ্ছে এ পযন্ত চীনের সব চেয়ে উচ্চাকাঙ্খি মহাকাশ মিশন। তিয়ানওয়েন ওয়ান নামের এই মহাকাশ যানটি চীনের দক্ষিণের হায়নান দ্বীপ থেকে ওয়েনচাং নভোযান উৎক্ষেপণ কেন্দ্র ছেড়ে যায়। তখন সমুদ্র তীরে দাঁড়ানো শত শত লোক করতালি দিয়ে এই উৎক্ষেপণে আনন্দ প্রকাশ করে। তিয়ানওয়েন শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় প্রশ্ন বা স্বর্গের কাছে প্রশ্ন।এই মহাকাশ যানটি ফেব্রুয়ারি মাস নাগাদ মঙ্গলগ্রহে পৌঁছুবে বলে মনে করা যাচ্ছে।

চীনের এই মহাকাশ যানটি যদি সফল ভাবে মঙ্গলগ্রহে অবতরণ করে তাহলে চীন হবে বিশ্বে দ্বিতীয় দেশ যাদের মহাকাশযান মঙ্গলগ্রহে অবতরণ করবে। এর আগে ১৯৭৬ সালের পর যুক্তরাষ্ট্রের মহাকাশ যান আট দফা মঙ্গলগ্রহে অবতরণ করে।

XS
SM
MD
LG