অ্যাকসেসিবিলিটি লিংক

এক-সন্তান নীতি শিথিলসহ আইন সংস্কারের ঘোষণা চীনের


চীনের এক দশকেরও বেশী পুরোনো এক-সন্তান নীতি শিথিল করা এবং লেবার ক্যাম্পে শিক্ষা গ্রহণ বাতিলসহ বিভিন্ন আইন ও নীতিমালায় ব্যপক সংস্কার করার ঘোষণা দিয়েছে চীনা কতৃপক্ষ।

শুক্রবার বার্তা সংস্থা ঝিংহুয়া এক ঘোষণায় জানিয়েছে এই সপ্তাহে শীর্ষ কমিউনিস্ট পার্টির বৈঠকে যে সিদ্ধান্ত নেয়া হয় তারই সংক্ষিপ্ত রূপ এটি।

নতুন আইন অনুসারে চীনের দম্পতিরা, শুধুমাত্র ঐসব দম্পতি যাদের স্বামী বা স্ত্রী কেউ একজন তাদের পিতামাতার একমাত্র সন্তান, এখন থেকে তারা দুটি সন্তান নিতে পারবেন। বর্তমানে খুবই সীমিত সংখ্যক দম্পতির একের বেশী সন্তান নেয়ার অনুমতি রয়েছে। ডানপন্থীরা এই এক সন্তান নীতির সমালোচনা করে আসছেন বহুদিন থেকে; কোনো কোনো ক্ষেত্রে জোর করে গর্ভপাতের মাধ্যমে এই নীতি কার্যকর করা হয়েছে।

সংস্কার নীতির আওতায় আরো যেসব বিষয় থাকছে তার মধ্যে রয়েছে মৃত্যুদন্ড পর্যায়ক্রমে কমিয়ে আনা। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী সম্প্রতি চীনে গোটা বিশ্বের তুলনায় বেশী মৃত্যুদন্ড দেয়া হয়েছে। ঝিংহুয়া জানিয়েছে দেশটির মানবাধিকার ও বিচার ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এই সংস্কার নীতিমালা হাতে নেয়া হয়েছে।
XS
SM
MD
LG