অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের চংগিং অঞ্চলের কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে তেরো ব্যক্তির মৃত্যু - জখম ২০ জন


চীনের চংগিং অঞ্চলের এক কয়লা খনিতে বিস্ফোরণ ঘটে কমসে কম তেরো ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এতে জখম হয়েছে অপর ২০ জন।

বার্তা সংস্থা শিনহূয়া জানাচ্ছে - লাইসূ শহরতলির অসরকারী মালিকানাধীন ঐ জিনশাংগৌ কয়লা খনির ঐ বিস্ফোরণ ঘটে সোমবার দুপুরের আগে।

চংগিংয়ের ডেপুটী মেয়র বলেছেন- এখনো নিখোঁজ খনি শ্রমিকদের হদিশ করতে জোর তল্লাশি অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে- তবে বিস্ফোরণের ধংসস্তুপের কারনে, অকুস্থলে বিষাক্ত গ্যাসের উপস্থিতি হেতু উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে।

কতৃপক্ষের তরফে বিস্ফোরণের কারণ নির্ণয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই এবং ঐ অঞ্চলের আশপাশের ছোটোখাটো কয়লা খনিগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

XS
SM
MD
LG