অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন উদ্বেগ সৃষ্টি করেছে হংকং’এর স্কুলে চীনা জাতীয় সংগীত বাজানো বিষয়ক আইন


ফাইল ছবি, বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিশাল স্ক্রিনে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট, শি জিনপিং, ১লা জুলাই, ২০২১, ছবি/কার্লস গার্সিয়া রলিন্স/রয়টার্স
ফাইল ছবি, বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ারে পতাকা উত্তোলন অনুষ্ঠানে বিশাল স্ক্রিনে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট, শি জিনপিং, ১লা জুলাই, ২০২১, ছবি/কার্লস গার্সিয়া রলিন্স/রয়টার্স

বিশেষজ্ঞদের মতে হংকংয়ের নতুন আইন যেখানে হংকংয়ের সরকারি স্কুলে চীনের পতাকা ওড়ানো এবং সপ্তাহে একদিন চীনের জাতীয় সংগীত গাইতে হবে, তা বেইজিংয়ের তরফে চীনের পরিচিতি সত্ত্বা তুলে ধরার উদ্যোগেরই অংশ, কিন্তু তা হংকংয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভয়ংকর ও অকার্যকর বলে প্রমাণিত হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

আগামী বছরের শুরু থেকে সাবেক ব্রিটিশ উপনিবেশের সব কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে প্রতিটি স্কুল দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং সপ্তাহে একদিন জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে পতাকা উত্তোলন অনুষ্ঠান পালন করতে হবেI

এ বছরের জুন মাসের মাঝামাঝি বিতর্কিত জাতীয় সংগীত বিষয়ক অধ্যাদেশটি কার্যকর করার পর এটি বাধ্যতামূলক করা হয়। অধ্যাদেশ বলে, জাতীয় পতাকা বা জাতীয় সংগীতের প্রতি অপমানকর যে কোনো কার্যকলাপকে কতৃপক্ষ অপরাধযোগ্য বলে ভাবতে পারে এবং আইন অমান্যকারীদের সর্বোচ্চ ৬,৪০০ ডলার জরিমানা এবং ৩ বছরের কারাদণ্ড দেয়া হতে পারেI

বৃহত্তরভাবে এই ব্যবস্থাকে সরকারের তরফে বিরোধীদের প্রতিবাদ স্তব্ধ করার পদক্ষেপ বলে ভাবা হচ্ছেI কারণ, হংকংয়ের ফুটবল ভক্তরা বেশ কয়েকটি খেলায় চীনের জাতীয় সংগীত বাজানোর সময় ছি ছি ধ্বনি তোলেI

১১ই অক্টোবর সরকারি বিবৃতিতে জানানো হয়, নতুন নীতির লক্ষ্য হচ্ছে জাতীয় শিক্ষার প্রসার ঘটানো, ছাত্রছাত্রীদের মধ্যে দেশের প্রতি একাত্মতা বোধ জন্মানো, চীনের জনগণের প্রতি স্নেহশীল হওয়া এবং তাদের জাতীয় পরিচয় সত্ত্বার উন্মোচনI

হংকং ফেডারেশন অব এডুকেশন ওয়ার্কার্স' এরজরিপ অনুযায়ী আগেকার চাইতে এ বছর ৮০ শতাংশের বেশি সরকারি স্কুলে আরো বেশি করে চীনের পতাকা উত্তোলন করা হচ্ছেI

XS
SM
MD
LG