অ্যাকসেসিবিলিটি লিংক

চীন উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা, লৌহ আকরিক, মাছ এবং অন্যান্য সামুদ্রিক পণ্য আমদানী নিষিদ্ধ করেছে


FILE - An employee walks between front-end loaders which are used to move coal imported from North Korea at Dandong port in the Chinese border city of Dandong, Liaoning province, Dec. 7, 2010.
FILE - An employee walks between front-end loaders which are used to move coal imported from North Korea at Dandong port in the Chinese border city of Dandong, Liaoning province, Dec. 7, 2010.

সোমবার চীন ঘোষণা করেছে যে তারা উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা, লৌহ আকরিক, মাছ এবং অন্যান্য সামুদ্রিক পণ্য আমদানী নিষিদ্ধ করেছে। এ মাসের গোড়ার দিকে জাতিসংঘ উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারই প্রেক্ষিতে চীন ওই পদক্ষেপ নেয়।

চীনা নেতারা নিষেধাজ্ঞা পুরোপুরি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। উত্তর কোরিয়া বেলিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর, চীন সহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অন্যান্য সদস্যরা, সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করে।

নিষেধাজ্ঞার ফলে উত্তর কোরিয়া প্রায় ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে পারবে না।

চীনের বানিজ্য মন্ত্রণালয় বলেছে নতুন বানিজ্যিক নিষেধাজ্ঞা ৫ই সেপ্টেম্বরের মধ্যে সম্পূর্ণ ভাবে কার্যকর হবে।

XS
SM
MD
LG