অ্যাকসেসিবিলিটি লিংক

চীন আজ হংকং’এ তার জাতীয় নিরাপত্তা দপ্তর উদ্বোধন করেছে


চীন আজ হংকং’এ তার জাতীয় নিরাপত্তা দপ্তর উদ্বোধন করেছে। এটি হচ্ছে আধা স্বায়ত্বশাসিত হংকং ‘এর উপর নজরদারি করার জন্য মূল ভূখন্ড চীনের কঠোর আইন। হংকং এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম মেট্রো পার্ক হোটেলে একটি ফলক উন্মোচন করে হংকং এ জাতীয় নিরাপত্তার রক্ষার এই নতুন দপ্তরের উদ্বোধন করেন। তাঁর সঙ্গে ছিলেন এই নিরাপত্তা দপ্তরের সদ্য নিয়োজিত প্রধান, হংকং এ বেইজিং লিয়াসোঁ দপ্তরের প্রধান লু হউনিং এবং ক্যারি ল্যামের দু জন পূর্বসূরি।

লু এই অনুষ্ঠানে এই দপ্তর স্থাপনের পক্ষে বলেন, যারা অসৎ উদ্দেশ্য পোষণ করে,যারা চীন বিরোধী এবং যারা হংকংকে অস্থিতিশীল করতে চায় তারা যে কেবল এই দপ্তরকে কলংকিত করছে তাই নয় তারা চীনের মূল ভূখন্ডেও বৈধ পদ্ধতি এবং আইনের শাসনকে বিনষ্ট করে হংকং এর বাশিন্দাদের মধ্যে অহেতুক দুশ্চিন্তা এবং ভয় সৃষ্টি করছে। এই নতুন নিরাপত্তা আইনের অধীনে যাদের মনে করা হবে যে তারা সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে কাজ করবে কিংবা বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাবে তাদের যাবজ্জীবন কারাদন্ড দেয়া যাবে। সমালোচকরা বলছেন যে এই পদক্ষেপ প্রকৃতপক্ষে এক দেশ দুই পদ্ধতির নীতির পরিসমাপ্তি ঘটাচ্ছে যে নীতির অধীনে হংকংকে বড় রকমের স্বায়ত্বশাসনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল ।

XS
SM
MD
LG