অ্যাকসেসিবিলিটি লিংক

চীনে প্রেসিডেন্টের মেয়াদ যে এখন সীমিত রয়েছে, কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি তা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে


Chinese President Xi Jinping speaks during a joint press briefing at the Great Hall of the People in Beijing, China, Jan. 9, 2018.
Chinese President Xi Jinping speaks during a joint press briefing at the Great Hall of the People in Beijing, China, Jan. 9, 2018.

চীনের সরকারি শিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এর মেয়াদ যে এখন সীমিত রয়েছে তা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে।

বর্তমানে সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পর পর ৫ বছরের দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না।

এই পরিবর্তন হলে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ২০২৩ সালের পরও ক্ষমতায় থাকতে পারবেন। ২০১৩ সাল থেকে তিনি প্রেসিডেন্ট পদে আছেন।

শিনহুয়া আরও জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, “নতুন যুগের জন্য চীনা বৈশিষ্টের সঙ্গে সমাজতন্ত্রের বিষয়ে শি জিনপিং এর ভাবনা” সংবিধানে লেখার প্রস্তাব দিয়েছে।

XS
SM
MD
LG