অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের রকেটের ধ্বংসাবশেষ অনিয়ন্ত্রিত গতিতে ধেয়ে আসছে 


পেন্টাগন সূত্রে বলা হয়েছে, তারা চীনের রকেটের একটি বড় টুকরোর অবস্থান পর্যবেক্ষণ করছেন, যা পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ধাবিত হচ্ছেI পেন্টাগনের অনুমান রকেটের এই অংশটি যেকোনো সময়ে অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর বুকে আঘাত হানবেI তবে স্পেস কমান্ড জানায়, বায়ুমণ্ডলে প্রবেশের মাত্র কয়েক ঘন্টা আগে তা জানা যাবেI

২৯শে এপ্রিল রকেটটি পাঠানো হয়েছিল, যা ৮ই মে ফিরে আসার কথাI তবে এর গতিপথ অজানাI বেশ কয়েকবার চেষ্টা করেও চীনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বা বিস্তারিত কিছু জানা যায়নিI

রকেটের "কোর"টি ঘন্টায় ১৮,০০০ মাইল বেগে ধাবিত হচ্ছে, যা উত্তরে নিউ ইয়র্ক, মাদ্রিদ বা বেইজিং এবং দক্ষিণে চিলে বা নিউ জিল্যান্ডের ওয়েলিংটনে আঘাত হানতে পারেI

XS
SM
MD
LG