অ্যাকসেসিবিলিটি লিংক

শিনতো মন্দিরে গিয়ে দক্ষিন কোরিয়া ও চীনের সমালোচনায় জাপানী মন্ত্রী


জাপানের দুইজন মন্ত্রী দেশের বিতর্কিত দুটি শিনতো শ্রাইন সফর করার পর দক্ষিন কোরিয়া ও চীনের কড়া সমালোচনার মুখে পড়েছেন। ঐ শিনতো মন্দির দুটি যুদ্ধে নিহত জাপানীদের সম্মান দেখিয়ে থাকে।

বিংশ শতাব্দীর প্রথম মধ্যভাগে জাপানী হানাদার বাহিনীর আক্রমনের শিকার হয় দক্ষিন কোরিয়া ও চীন। আর সেই বাহিনীর নিহত সদস্যদেরকে জাপানীরা সম্মান জনান টোকিওর এই ইয়াসুকুনি শিনতো মন্দিরে। যতোবার এই মন্দিরে যান জাপানী কর্মকর্তরা ততোবারই সমালোচনা করেন সউল ও বেইজিং।

বৃহস্পতিবার দুই মন্ত্রীর সফরের পর চীনা কর্তৃপক্ষ জাপানী রাষ্ট্রদূতের কাছে এক প্রতিবাদ লিপি প্রেরণ করে। বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই ঘটনা চীনা জনসাধারনের অনুভুতিকে পীড়া দেয়।

একইভাবে দক্ষিন কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউনহাই, ইতিহাসের ভয়াবহ সেই অধ্যায় স্মরণ রেখে, যারা তখন তাতে ভীত সন্ত্রস্ত ছিল, তাদের ব্যাথাকে আর না বাড়ানোর আহবান জানান জাপানের প্রতি। ওই শিনতো মন্দিরে জাপানী মন্ত্রীদের বৃহস্পতিবারের সফর ছিল ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পনের বার্ষিকী স্মরণে।
XS
SM
MD
LG