অ্যাকসেসিবিলিটি লিংক

 তাইওয়ানে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের উপস্থিতিতে চীনের যুদ্ধ প্রস্তুতির মহড়া 


ফাইল ছবি, তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তরের ১১ই মে ২০১৮ সালে প্রকাশিত ছবিতে তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়া চীনের পিপলস লিবারেশন আর্মির এইচ-৬ বিমানের পাশাপাশি তাইওয়ান বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গি বিমান/ছবি/এএফপি
ফাইল ছবি, তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তরের ১১ই মে ২০১৮ সালে প্রকাশিত ছবিতে তাইওয়ান প্রণালীর ওপর দিয়ে উড়ে যাওয়া চীনের পিপলস লিবারেশন আর্মির এইচ-৬ বিমানের পাশাপাশি তাইওয়ান বিমান বাহিনীর এফ-১৬ জঙ্গি বিমান/ছবি/এএফপি

যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি দল যখন তাইপেইতে এক অপ্রত্যাশিত সফরে ছিলেন, তখন শুক্রবার চীনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালী লক্ষ্য করে “যুদ্ধ প্রস্তুতির” এক মহড়া চালায়I গণতান্ত্রিভাবে শাসিত তাইওয়ানকে চীন নিজের অংশ বলেই দাবি করে আসছে।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের ৫ সদস্যের একটি দল পূর্বে অঘোষিত দুদিনের সফরে বৃহস্পতিবার তাইওয়ানে গিয়ে পৌঁছানI এটি ছিল এ মাসে যুক্তরাষ্ট্র আইনপ্রণেতাদের দ্বিতীয় সফরI

গত সফরের মত এবারও চীনের সামরিক বাহিনী ক্ষুদ্র পরিসরের এবং স্পর্শকাতর তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা দেয়, যে প্রণালীটি তাইওয়ানকে তাদের বৃহদাকারের প্রতিবেশী থেকে পৃথক করেছেI

চীনের পিপলস লিবারেশন আর্মির পূর্বাঞ্চলীয় কমান্ড শুক্রবারজানায় যে তারা তাইওয়ান প্রণালী লক্ষ্য করে যুদ্ধ প্রস্তুতির নজরদারি টহলদারি অব্যাহত রাখার জন্য নৌ ও বিমানবাহিনীকে সংগঠিত করেছে”।

বিবৃতিতে জানানো হয় "তাইওয়ান প্রণালীতে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রাসঙ্গিক এসব ব্যবস্থা নেয়া জরুরি হয়ে পড়েছেI তাইওয়ান চীনেরই একটি অংশ এবং জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা আমাদের সামরিক বাহিনীর এক পবিত্র মিশন বা দায়িত্ব"I এতে বিশদ আর কিছু বলা হয় নিI

শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক তাদের ভূ-খন্ডের কাছে চীনের বিমান বাহিনীর তৎপরতার প্রাত্যহিক হালনাগাদ তথ্যে জানায়, দুটি পরমাণু ক্ষমতাবাহী এইচ-৬ বোমারু বিমানসহ চীনের বিমান বাহিনীর ৮টি জঙ্গি বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা জোনের ওপর দিয়ে উড়ে যায়I বিমানগুলো তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে বেশ বাইরে থাকলেও, সেগুলো দক্ষিণ চীন সাগরের মুখে তাইওয়ান নিয়ন্ত্রিত প্রাতাস দীপাঞ্চলের কাছ দিয়ে উড়ে যায়I

(রয়টার্স)

XS
SM
MD
LG