অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের সাংহাই ষ্টক মার্কেটে ৭.৬ শতাংশ মূল্যপতন


চীনের কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার উচ্চ ঋনের হার কমানোর পর সাংহাই ষ্টক মার্কেটে ৭.৬ শতাংশ মূল্যপতন ঘটে যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। চীনের শেয়ার বাজারের এই মুল্যপতন বিশ্বের সর্বত্রই ষ্টক মার্কটের ওপর প্রভাব ফেলে।

চীনের পিপলস ব্যাংক কতৃপক্ষ জানায় ১ বছর মেয়াদী ঋনের সুদের হার বুধবার থেকে কমিয়ে ৪.৬ শতাংশ করা হচ্ছে যা গত বছর নভেম্বরের পর থেক ৫ম বারের ন্যায় কমানো হলো।

চীনের অর্থনীতির বর্তমান শ্লথ গতি কাটিয়ে ওঠার লক্ষ্যে সুদ কমিয়ে ঋন সুবিধা বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয় উৎপাদন খাতের দুর্বল অবস্থা সোমবার থেকে চীনের শেয়ার বাজারের ওপর বরূপ প্রভাব ফেলে এবং মুল্যপতন শুরু হয়। এর প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে।

XS
SM
MD
LG