অ্যাকসেসিবিলিটি লিংক

চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি ব্যবসা বাণিজ্যের স্বার্থে


চীনের উইঘুর মুসলমানদের ওপর দমন ও নির্যাতন চালানোর জন্য অভিযুক্ত, চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার কথা ছিল, তবে তিনি তা বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনার স্বার্থে এড়িয়ে যান I প্রেসিডেন্ট বলেন এসব নিষেধাজ্ঞা, তাদের আলাপ-আলোচনা ব্যাহত করতে পারতো I

জাতিসংঘের হিসাব অনুযায়ী চীনের শিবিরগুলোতে ১০ লক্ষের অধিক জাতিগোষ্ঠী উইঘুর মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন অমানবিক এক জীবন যাপন করছেন I

প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, জন বোল্টনের সদ্য প্রকাশিত বইয়ে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প কৃষি সামগ্রী কেনার বদলে আগাম নির্বাচনে জয়ী হতে, চীনা প্রেসিডেন্ট, শি জিংপিংয়ের সহযোগিতা কামনা করেছেন I এছাড়াও তিনি উইঘুর মুসলমানদের জন্য জিজিয়াং প্রদেশে শিবির নির্মাণকে উৎসাহিত করেছেন বলেন জন বোল্টন তাঁর বইয়ে দাবি করেছেন I

</form>
XS
SM
MD
LG