অ্যাকসেসিবিলিটি লিংক

একটি তেলের ট্যাংকারের দুজন বাংলাদেশিসহ ৩২ জন নাবিক নিখোঁজ


China Accident: Sanchi tanker ablaze
China Accident: Sanchi tanker ablaze

চীনের পরিবহন মন্ত্রণালয় রবিবার বলেছে একটি মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর একটি তেলের ট্যাংকারের ৩২ জন নাবিক নিখোঁজ হন।

মেরিটাইম কর্তৃপক্ষের কর্মকর্তারা বলেছেন চীনের পূর্ব উপকূলে শনিবার সানচি নামের ওই ট্যাংকারের সংঘর্ষের পর ৩০জন ইরানী ও দুইজন বাংলাদেশি নাগরিক নিখোঁজ হন। ট্যাংকারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল।

চীনের পরিবহন মন্ত্রণালয় থেকে বলা হয় হংকংয়ের কার্গো জাহাজটির সঙ্গে সংঘর্ষের পর পানামার পতাকাবাহী ওই ট্যাংকারে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে কার্গো জাহাজের ২১ নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে।

XS
SM
MD
LG