চীনে, বেযিংয়ের তিয়ানানমেইন স্কয়ারে প্রতিবাদ বিক্ষোভকারিদের ওপর রক্তক্ষয়ি যে অবদমন চালানো হয়েছিলো,তারই ২৫ তম বর্ষপুর্তিতে হাজার হাজার মানুষ স্মরণ সমাবেশে জমায়েত হয় হংকংয়ে।হাজার হাজার বাতির দ্যুতি বুধবার ভিক্টোরিয়া পার্কের পরিবেশে এক ভিন্নতরো পরিবেশ রচনা করে। গানে বক্তৃতায় মূখর হয়ে ওঠে স্মরণ সভার ঐ জমায়েত।১৯ শ’ ৮৯ সালের সেই বেযিং দমন অভিযানের রক্তক্ষয়ি স্মৃতি মুর্ত হয়ে ওঠে মতাদর্শি সংগ্রামী Renz Tse-র বক্তৃতায়। চীনে গণতন্ত্রের লড়াই যে গুরুত্বপুর্ন সে কথার অবতারনা করেন তিনি।
ওদিকে বেযিংয়ে তখন পরিবেশ তুলনা মুলকভাবে ছিলো শুনশান- তিয়ানানমেইন চত্বর ছিলো নিশ্চুপ কড়া প্রহরার বেড়া জালে আবদ্ধ।তিয়াননানমেইন স্কয়ারের যে দমন অভিযানে সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছিলো শত শত মানুষ- বেজিং সেই ১৯ শ’ ৮৯ সালের ঘটনা নিয়ে প্রকাশ্যে- জনসমক্ষে কোনো আলোচনা কথাবার্তা চায়না- তা হতেও দেয় না।
ওদিকে বেযিংয়ে তখন পরিবেশ তুলনা মুলকভাবে ছিলো শুনশান- তিয়ানানমেইন চত্বর ছিলো নিশ্চুপ কড়া প্রহরার বেড়া জালে আবদ্ধ।তিয়াননানমেইন স্কয়ারের যে দমন অভিযানে সৈন্যদের হাতে প্রাণ হারিয়েছিলো শত শত মানুষ- বেজিং সেই ১৯ শ’ ৮৯ সালের ঘটনা নিয়ে প্রকাশ্যে- জনসমক্ষে কোনো আলোচনা কথাবার্তা চায়না- তা হতেও দেয় না।