অ্যাকসেসিবিলিটি লিংক

 যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমিদের তালিবানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানালো চীন


চীনের জাতীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার কাতারের দোহায় তালিবানের উপ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদারের সঙ্গে আলোচনায় মিলিত হন/ছবির সূত্র/এএফপি

চীন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযোগ্যভাবে নারীদেরঅধিকার রক্ষার জন্য চাপ দিয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির আসন্ন অর্থনৈতিক বিশৃঙ্খলা মোকাবেলায় সহায়তার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আবেদন পুনর্ব্যক্ত করেছেI

কর্মকর্তারা জানাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তালিবান নেতাদের সঙ্গে কাতারের দোহায় দুদিনের বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন। আলোচনাটি মঙ্গলবার শেষ হয়I তালিবান কর্মকর্তারা জানান, তাদের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন উপ-প্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার এবং পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকীI

আলোচনার পরে চীনের বিবৃতির উদ্ধৃতি দিয়ে জানানো হয় ওয়াং বলেছেন "চীন আশা করে তালিবান কতৃপক্ষ আরো উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক হবে, আফগানিস্তানের সব জাতিগোষ্ঠী ও বিভিন্ন দলকে শান্তিপূর্ণ পুনর্গঠনের জন্য কাজ করতে একত্রিত করবে"I

ওয়াং জোর দিয়ে বলেন, "তালিবানকে অবশ্যই কার্যকর ভাবে নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে এবং আধুনিক এক দেশ গড়ে তুলতে হবে যেখানে জনগণের ইচ্ছার এবং সময়োপযোগী মনোভাবের প্রতিফলন ঘটবে"I

চীনের শীর্ষ এই কূটনীতিক মানবিক সঙ্কট, অর্থনৈতিক বিশৃঙ্খলা, সন্ত্রাসী হুমকি এবং শাসন বিষয়ক অসুবিধা মোকাবেলায় আফগানিস্তানকে সহায়তা দিতে এবং দেশটিকে বলিষ্ঠ উন্নয়নে পথে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানI

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন,"চীন সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা পশ্চিমি দেশগুলির প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং সকল পক্ষকে যুক্তিপূর্ণ এবং বাস্তবসম্মতভাবে আফগান তালিবানের সঙ্গে সম্পৃক্ত হতে অনুরোধ জানাচ্ছে"I

XS
SM
MD
LG