অ্যাকসেসিবিলিটি লিংক

এশীয় সমুদ্রে চীনের উপর যুক্তরাষ্ট্রের প্রচন্ড চাপ: চীনা চিন্তকগোষ্ঠী


চীনের একটি প্রখ্যাত গবেষণা সংগঠন সম্প্রতি বলেছে, বেইজিং’এর নৌ সম্প্রসারণে বাধা দিতে গত বছর দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্বাভাবিক রকমের উপস্থিতি ছিল।

১২ই মার্চ প্রকাশিত An Incomplete Report on US Military Operations in the South China Sea in 2020, শীর্ষক প্রতিবেদনে বলা হয় যে, ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তৎপরতা সংখ্যা এবং সময়ের হিসেবে অনেক তীব্র ছিল।এই প্রতিবেদনটি প্রকাশ করে দক্ষিণ চীন সাগর বিষয়ক চীনের Strategic Situation Probing Initiative নামের সংস্থাটি। হাওয়াইয়ে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এ খবর নিশ্চিত করেছে যে, গত বছর এবং তার আগের বছর, ২০১৯ ‘এ ও ১০টি যুদ্ধজাহাজ ঐ সমুদ্রে গিয়েছিল। তবে ২০১৯ সালের আগে গিয়েছিল ৫টি জাহাজ।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও স্বীকার করেছে যে, জুলাই মাসে তাদের দুটি বিমানবাহী জাহাজের সঙ্গে যুক্ত হয় B-52 Stratofortress বোমারু বিমানও। তবে কমান্ডের মুখপাত্রেরা এ ব্যাপারে কোন মন্তব্য করেননি যে, ২০২০ সালটি অস্বাভাবিক ছিল কীনা্।

XS
SM
MD
LG