অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু সঙ্কট নিরসনে, চীন ও যুক্তরাষ্ট্র একত্রে কাজ করতে সম্মত হয়েছে 


বিশ্বের দুই বৃহৎ কার্বন দূষক দেশ, চীন ও যুক্তরাষ্ট্র, জলবায়ু পরিবর্তনজনিত জরুরি পদক্ষেপ গ্রহণে নুতন এক চুক্তিতে সম্মত হয়েছেI শনিবার, দুটি দেশ যৌথ বিবৃতিতে, তারা একে অন্যের এবং অন্যান্য দেশের সঙ্গে জলবায়ু সঙ্কট নিরসনে এর ভয়াবহতার নিরিখে সহযোগিতা করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেI

আগামী সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন আহুত ভার্চুয়াল জলবায়ু সম্মেলনের আগে, যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ে বিশেষ প্রতিনিধি, জন কেরি ও চীনের বিশেষজ্ঞ, জিয়ে জেনহুয়া সাংহাইতে ৩ দিনের বৈঠকে এক চুক্তিতে পৌঁছানI

বর্তমানে বিশ্বের বৃহত্তম কার্বন দূষক দেশ, চীন এবং দ্বিতীয় বৃহৎ দেশ যুক্তরাষ্ট্র, ফসিল জ্বালানির প্রায় অর্ধেক ধোঁয়া নিঃসরণ করে থাকে, যা বিশ্বের আবহাওয়াকে উত্তপ্ত করে চলেছেI

XS
SM
MD
LG