অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের প্রেসিডেন্ট করোনভাইরাসকে জনগণের সংগ্রাম বলে আখ্যা দিয়েছেন


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনভাইরাসের মহামারিতে মৃত্যুর সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে তাকে তিনি জনগণের সংগ্রাম বলে ঘোষণা করেছেন।
"চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া প্রেসিডেন্ট শি'র উদ্ধৃত দিয়ে বলেছে সারা দেশ এই মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বশক্তি দিয়ে এর মোকাবেলা করছে।
হুবেই প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে আরও ঊনসত্তর জনের মৃত্যু হয়েছে।এইভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা এখন সাড়ে ৬'শ-তে দাঁড়িয়েছে। তারা আরও বলেছেননতুন করে সংক্রমিত হয়েছে ২হাজার ৫'শ জন। এনিয়ে ৩০ হাজারেরও বেশী মানুষ এই ভাইরাসে আক্রান্ত।
বিশ্ব ব্যাপী অন্তত ২৩ টি দেশে১৫০ জনের আক্রান্তের খবর নিশ্চিত করা গেছে। চীনর বাইরে প্রথম করোনাভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে একজনের মৃত্যু হয়েছে।
করোনা মহামারির প্রাদুর্ভাব সম্পর্কে চীনের যে চিকিৎসক প্রথম সতর্ক বার্তা প্রচার করেছেন তিনিউহানে মারা গেছেন। শুক্রবার ভোরে ৩৪ বছর বয়সী লি ওয়েনলিয়াংর মৃত্যুর খবর ঘোষণা করা হয়।
পুলিশ লি ওয়েনলিয়াংর বিরুদ্ধে "অনলাইন গুজব ছড়ানো" এবং "সামাজিক শৃঙ্খলা মারাত্মকভাবে ব্যাহত করার" অভিযোগ এনেছিল।

XS
SM
MD
LG