হিউমান রাইটস ওয়াচ বলছে চীনের শিনজিয়াং প্রদেশের উত্তর পশ্চিমাঞ্চলে মুসলিমদের সম্পর্কে সব ধরণের খোঁজ খবর রাখা, তদন্ত করা এবং তাদের আটক করার জন্য চীনা কর্তৃপক্ষ গণ- নজরদারি অ্যাপ ব্যবহার করছে।
নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার বিষয়ক ঐ নজরদারি সংস্থাটি আজ বলেছে যে শিন জিয়াং এর সাধারণ মানুষের ব্যাপারে ব্যাপক তথ্য সংগ্রহের জন্য মোবাইলের অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে তাদের রক্তের টাইপ , উচ্চতা ,ধর্মীয় পরিবেশ এবং রাজনৈতিক সম্পৃক্ততা।
এই অ্যাপের মাধ্যমে লোকজনের ফোন, যানবাহন, আইডি কার্ড ব্যবহার করে তাদের চলাচলের উপর নজরদারি করা হচ্ছে । তাছাড়া হিউমান রাইটস ওয়াচ বলছে যে তাদের সন্দেহভাজন আচরণ যেমন ব্যক্তিবিশেষ তাদের প্রতিবেশির সঙ্গে সামাজিক সম্পর্ক রাখতে ব্যর্থ হচ্ছে কীনা কিংবা অস্বাভাবিক মাত্রায় বিদ্যূৎ ব্যবহার করছে কীনা এ সব বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে।
হিউমান রাইটস ওয়াচের শীর্ষ গবেষক মায়া ওয়াং বলেছেন শিনজিয়াং এ পুলিশ মানুষের সম্পুর্ণ বৈধ আচরণের তথ্য অবৈধ ভাবে সংগ্রহ করছে এবং তা তাদের বিরুদ্ধে ব্যবহার করছে।
ওয়াং আরও বলেন যে চীন সরকার শিনজিয়াং এ মানুষের জীবন যাপনের সব বিষয়ে নজরদারি করছে এবং যা তারা বিশ্বাস করে না তেমন বিষয়গুলো বেছে বেছে তাদের উপর বাড়তি অনুসন্ধান চালাচ্ছে ।
শিনজিয়াং এ এক লক্ষ তিরিশ হাজার উইঘুর এবং অন্যান্য স্থানীয় বিশেষত মুসলিম জাতিগোষ্ঠির লোকজনের বসবাস।