চীনের নতুন প্রধানমন্ত্রী লী কেচিয়াং হ্যাকিং বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ নাকচ করে দিয়েছে এবং বলছে যে দুটি দেশের পরস্পরের বিরুদ্ধে ভিত্তিহীন কোন অভিযোগ করা উচিৎ নয় এবং সাইবার নিরাপত্তার ব্যাপারে তাদের যৌথ ভাবেই নিজ নিজ অবদান রাখা উচিৎ।
আজ রোববার সেখানকার National People's Congress এর সমাপ্তির পর সংবাদদাতাদের মি লী বলেন যে চীন নিজেই কম্পিউটার হ্যাকিং এর একটা বড় রকমের শিকার এবং সে এ ধরণের কর্মকান্ড সমর্থন করে না।
চীনা প্রধানমন্ত্রী সে দেশে সামাজিক নিরাপত্তার ওপর ও জোর দেন ।তিনি বলেন যে চীনের জনগণ তাদের জীবনে যদি আরও সমস্যার সম্মুখীন হয় , তাতে সমাজের নৈতিক ও মনস্তাত্বিক ভিত্তি বিঘ্নিত হতে পারে। তিনি বলেন যে চীনকে অবশ্যই জনগণের অধিকার ও মর্যাদা সুরক্ষিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের নতুন অর্থমন্ত্রী জ্যাকব লিউ অর্থনৈতিক বিষয় গুলি নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সপ্তায় চীন রওয়ানা হচ্ছেন। মনে করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কোম্পানীগুলির উপর সাইবার আক্রমণের বিষয়টিও এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে।